নিউজ ফোর সাইড ডেস্ক :: দিল্লির কৃষক আন্দোলন ও অবস্থানের প্রতি সংহতি জানিয়ে, পেট্রোপন্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার নিমতৌড়ি মোড়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি হল সংযুক্ত কিষাণ মোর্চা ও সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় সমিতির পূর্ব মেদিনীপুর জেলার ডাকে। অবস্থান- বিক্ষোভ সভায় কেন্দ্রের বিজেপি সরকারের আনা তিনটি কৃষি আইন বাতিল, ন্যূনতম সংগ্রহ মূল্যে ফসল সংগ্রহের আইনী নিশ্চয়তার ব্যবস্থা করা এবং গণতন্ত্র রক্ষার দাবি সহ ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস ও অন্যান্য জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন কৃষক নেতা তরুণ রায়, নির
ঞ্জন সিহি, খেতমজুর নেতা হিমাংশু দাস, সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক সত্যরঞ্জন দাস, মন্টু দাসমহাপাত্র, জগদীশ সাহু, অশ্বিনী সিনহা মনোতোষ সামন্ত ও অন্যান্য নেতৃবৃন্দ।
বিদ্যুৎ গুছাইত, আশিষ প্রামাণিক, হংসপদ জানা, অমলেন্দু কাজলি, অশ্বিনী সিনহা ও উৎপল প্রধান কে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলী সভা পরিচালনা করেন।
সভাশেষে নিমতৌড়ি মোড় থেকে জেলাশাসকের দপ্তরে পর্যন্ত বিক্ষোভ মিছিল সংগঠিত হয়।
No comments:
Post a Comment