নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ জগন্নাথ দেবের রথযাত্রা।এই উপলক্ষে পুরী জগন্নাথ ধাম সহ দেশের অন্যান্য জায়গাতেও সাড়ম্বরে পালিত হয় মহাপ্রভুর রথযাত্রা। তবে ২০২০ এবং ২০২১ সালে অতিমারি করোনা ভাইরাসের জন্যে বিনা আড়ম্বরে পালিত হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। পুরীতে এবার মহাপ্রভু চার চাকা গাড়ি করে যেতে পারেন মাসীর বাড়ি এমন খবরও শোনা গেছে। বিগত কয়েক বছরে পুরীতে ঘটে গেছে বিভিন্ন অলৌকিক ঘটনা।যেমন পতাকায় আগুন,পতাকা খুলে যাওয়া ইত্যাদি।আর তার পরে পরেই নানা বিপর্যয়ের সম্মুখীন হয়েছে ওড়িশ্যা রাজ্য। তবে রাজ্যবাসী মনে করেন এসবই মহাপ্রভুর লীলা।
এবার জেনে নিন পুরী জগন্নাথ ধাম সম্পর্কে কিছু ছোট ছোট অজানা তথ্য।
১) জগন্নাথ দেবের রথের নাম কি?
উ:- নন্দীঘোষ।
২) বলরামের রথের নাম কি?
উ:- তালধ্বজ।
৩) সুভদ্রা মহারানী রথের নাম কি?
উ:- পদ্মধ্বজ।
৪) জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানীর মস্তকে যে জিনিসটি রয়েছে সেগুলির নাম কি?
উ:- ত্রৈলক্যমোহিনী, উন্যানী, নদম্বীকা।
৫) জগন্নাথ বলরাম এবং সমুদ্র দেবীর রথের দড়ি গুলির নাম কি?
উ:- শঙ্খচূড়ানাগিনী, বাসুকি নাগ ও স্বর্ণচূড়া নাগিনী।
৬) জগন্নাথের মাসি বাড়ির নাম কি?
উ:- গন্ডিচা।
৭) জগন্নাথের পুরীধাম স্থাপনা হওয়ার আগে তিনি কোন রূপে সেবা গ্রহণ করতেন ?
উ:- নীলমাধব।
৮) কোন রাজা জগন্নাথ দেবের প্রতিষ্ঠা করেছিলেন?
উ:- ইন্দ্রদ্যুম্ন।
৯) জগন্নাথ দেব আগে যে রূপে ছিলেন সেই রূপে সেবা একজনই পেয়েছিলেন সেই সেবকের নাম কি?
উ:- বিশ্বাবসু।
১০) জগন্নাথ দেবের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় কেন?
উ:- ভক্ত বিমলা দেবীকে নিবেদনের পর প্রসাদকে জগন্নাথ দেবকে নিবেদন করার জন্য।
১১) জগন্নাথ দেবের একজন ছোট্ট ভক্ত ছিলেন যার সাথে ভগবান কাঁঠাল চুরি করতেন সেই ভক্তের নাম কি?
উ:- রঘুদাস।
১২) জগন্নাথ পুরী ধামে শ্রীমনচৈতন্য মহাপ্রভু কোথায় থাকতেন?
উ:- গম্ভীরায়।
১৩) শ্রী জগন্নাথ দেবের যেখানে প্রসাদ পাওয়া যায় সেই জায়গাটির নাম কি?
উ:- আনন্দ বাজার ।
১৪) শ্রী জগন্নাথ দেবকে সারাদিনে কতবার ভোগ নিবেদন করা হয়?
উ:- ছয়বার।
১৫) শ্রী জগন্নাথ দেবের বাহন এর নাম কি?
উ:- গরুড়
১৬) শ্রী জগন্নাথ বল দেব এবং সুভদ্রা মহারানী এই তিনজনের এই রূপ ধরার কারন কি?
উ:- ব্রহ্মের সরূপ নিরাকার ও সময়ের মাহাত্ম্য বোঝাতে।
১৭) শ্রী জগন্নাথ মন্দিরের মুখ্য দ্বারের নাম কিনাম কি?
উ:- সিংহদ্বার
১৮) শ্রী জগন্নাথকে খিচুড়ি ভোগ দেওয়া হয় সেই খিচুড়ি ভোগ দেওয়ার কারণ কি এবং কোন ভক্ত শ্রী জগন্নাথকে খিচুড়ি ভোগ দিতেন??
উ:- কর্মাবাঈ
১৯) শ্রী ক্ষেত্র পুরী ধামের আরো কিছু নাম রয়েছে সে নাম গুলি কি কি/উড়িষ্যার আগের নাম কি ছিল?
উ:- নীলাচল, শ্রীক্ষেত্র, খঙ্খক্ষেত্র, শ্রীজগন্নাথধাম, পুরীধাম।
২০) শ্রী জগন্নাথ দেবের সাথে তার কিছু ভক্ত দের বিশেষ লীলা করেছেন সেই ভক্তদের নাম কি কি?? এবং সেই লীলা গুলি কি কি? অন্তত পাঁচটি ভক্তের নাম এবং লীলা।
উ:- মহান্তি, গণপতি ভট্ট, কর্মাবাঈ, রঘুদাস, রাজা রামদেব।
(সংগৃহীত)
No comments:
Post a Comment