Breaking News

Translate

Saturday, July 10, 2021

আগামী কয়েক ঘন্টায় রাজ্যের জেলায় জেলায় ধেয়ে আসছে বৃষ্টি।

 

নিউজ ফোর সাইড ডেস্ক ::  আর কয়েক ঘণ্টার মধ্যেই প্রবল বেগে ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। গতকাল  থেকে সারা পশ্চিমবঙ্গে আকাশ মেঘলা থাকলেও দু'এক জায়গায় কয়েক পশলা বৃষ্টি হয়েছিল কিন্তু কোন এলাকায় লাগাতার বৃষ্টি হয়নি। তবে আগামী কয়েক  ঘন্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মধ্যে জায়গায় জায়গায় প্রবল ভাবে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।



সারা পশ্চিমবঙ্গে ধীরে ধীরে উষ্ণতা বাড়লেও ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুটি জেলায় ভারী বৃষ্টি হবে।এর মূল কারণ  পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার জেরে পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছিল। এই সপ্তাহে ইতিমধ্যেই ১৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে  আলিপুর আবহাওয়া দপ্তর।
অন্যদিকে এবারে দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্র প্রদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার প্রভাব অনেকটা কমেছে। এর ফলে বর্তমানে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ পরিবর্তিত হতে পারে। তবে এই নতুন ঘূর্ণাবর্ত পশ্চিমবঙ্গের উপর কতটা বেশি বৃষ্টিপাত ঘটাতে পারবে সেই নিয়ে আগাম  কিছু জানা যাচ্ছে না।


No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919