নিউজ ফোর সাইড ডেস্ক :: চারাপনা মাছের গাড়ি উল্টেগেলো জাতীয় সড়কে।মাছ কুড়োতে ব্যস্ত এলাকাবাসীরা।
(ভিডিও- সুরজিৎ)
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। আজ দুপুর দেড়টা নাগাদ এগরা থানার অন্তর্গত চোরপলিয়া স্ট্যান্ডে চারাপোনা বোঝাই একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ইলেকট্রিক ল্যাম্প পোস্টে। ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন এগরা থানার পুলিশ।
ড্রাইভার এবং হেলপার দুজনেই ঘটনাস্থল থেকে পলাতক বলে জানা গেছে। গাড়িটি দীঘা মেদিনীপুর জাতীয় সরকের উপর পালটি খাওয়ায় রাস্তার অর্ধেক অংশ আটক হয়।এর ফলে কিছু সময়ের জন্যে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। গাড়ি চলাচল স্বাভাবিক করতে গিয়ে পাল্টি খাওয়া পিকআপ ভ্যানটি কে উদ্ধার করতে যায় এগরা থানার পুলিশ । গাড়ির ভিতর থেকে তিনটি নতুন মদের বোতলও উদ্ধার করে পুলিশ। তবে এই ঘটনায় কোনো ব্যক্তির ক্ষতির খবর পাওয়া যায়নি।
No comments:
Post a Comment