নিউজ ফোর সাইড ডেস্ক :: খেজুরি বিধানসভা ২১৫ নম্বর বারাতলা অঞ্চলের পানখাই গ্রামের অধিবাসী নাম দেবব্রত মন্ডল ( হেবলা) পেশায় রিক্সা চালক। নিজের পুকুরের মাছের চাষ করেছিলেন। হঠাৎ করে সকালে বহু মাছ ভেসে থাকতে দেখে ওনার সন্ধেহ হয়।কিছু সময় পর তার অনুমান যে ওই পুকুরে কোনো বিষাক্ত জিনিস ফেলা হয়েছে।জার কারণেই এমন অবস্থা। মাছ সহ সাপ ব্যাঙ সবই মারা যায়। তিনি মনে করছেন রাজনৈতিক প্রতি হিংসার কারণের তার পুকুরে বিষ প্রয়োগ করেছে বেশকিছু দুষ্কৃতী। তবে নিশ্চিত ভাবে এখনও কোনো সদুত্তর মেলেনি। এমন হিংসাত্মক কাজের জন্যে অনেকটাই ক্ষতির মুখে পড়লেন দেবব্রত বাবু।
No comments:
Post a Comment