Breaking News

Translate

Saturday, June 5, 2021

ত্রাণ বিতরণে এগিয়ে এলো কলাগাছিয়ার প্রগতি পরিষদ ক্লাব

 নিউজ ফোর সাইড ডেস্ক :: খেজুরি তে ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ বিতরণে এগিয়ে এলো  কলাগাছিয়ার  প্রগতি পরিষদ ক্লাব।


সদ্য ঘটে যাওয়া বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে খেজুরি এক নম্বর ও দুই নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় জলপ্লাবিত ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ সামগ্রী বিতরণে ঝাঁপিয়ে পড়ল খেজুরির অগ্রণী সংস্থা প্রগতি পরিষদ ক্লাব( কলাগাছিয়া)।
দক্ষিণ কলাগাছিয়া,পঁ৷চুড়িয়া , বনবাশুড়িয়া,থানাবেড়িয়া, খেজুরি,সাহেবনগর,কাদিরাবাড়চর প্রভৃতি জায়গায় প্রগতি পরিষদের পক্ষ থেকে প্রায় তিন শতাধিক মানুষের হাতে দুই হাজার পাঁচশত লিটার পানীয় জল ও ১৩০ টি ১ লিটার জলের বোতল, চিড়া ,বাতাসা, স্লাইস পাউরুটি ,বিস্কুটের প্যাকেট ,বাচ্চাদের জন্য আমুল দুধের প্যাকেট ও চকোলেটসহ পাঁচশত মাস্ক ,পাঁচশত ও.আর.এস প্যাকেট ,১৫০ টি স্যানিটারি ন্যাপকিন প্যাকেট , ব্লিচিং ও প্রয়োজনীয় ওষুধ ক্ষতিগ্রস্ত মানুষদের বিতরণ করা হয় এবং মহিলাদের পরিবেশ স্বাস্থ্য বিষয়ে সচেতনতা করান উপস্থিত ডঃ - মিহির কুমার প্রধান । প্রগতি পরিষদের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে ও আর্থিক সহযোগিতায় খেজুরিতে ত্রাণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাফল্যমন্ডিত করে তোলার জন্য সম্পাদক দুর্গা দাস, সভাপতি সুজিত মাইতি, কোষাধ্যক্ষ সুবীর কুমার মাইতি ধন্যবাদ জানান ।


উপস্থিত ও সহযোগিতায় ছিলেন উক্ত দিনে সোমনাথ মুখার্জী ,প্রবাল কুমার জানা,তুষার কান্তি মিশ্র,বিজয় দাস, জনার্দন ত্রিপাঠী,কিংশুক মাইতি, রূপক মাইতি,সীতারাম দাস,সৌভিক মাইতি, সুভাষ মিশ্র, সমীরণ কর,প্রত্যাশা মাইতি,সত্যব্রত মিশ্র,পবিত্র কুমার মাইতি, সুরজিৎ মাইতি, অনিল গোল, প্রদীপ্ত কুমার জানা,শৈবাল কান্তি মিশ্র,শিবনাথ মুখার্জী,ঘন্টু মাইতি,বিমল দাস এবং মহিলা টিমের মেডিক্য৷ল প্রতিনিধি সায়ন্তনী মাইতি, আলোলিকা মাইতি, সঞ্চারী মাইতি,
অঙ্কিতা মিশ্র। বিশেষ আন্তরিক সহযোগিতায় ছিলেন জনকা হাসপাতালের মেডিক্য৷ল অফিসার ও প্রগতি পরিষদের কর্মকর্তা ডাঃ- চন্দ্রশেখর মাইতি মহাশয়, কামারদা হাসপাতালের বি এম ও এইচ ডাঃ- সৌমিত্র জানা মহাশয় এবং প্রগতি পরিষদের সদস্য ও সমাজকর্মী পুলক পন্ডা ।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919