নিউজ ফোর সাইড ডেস্ক:: পূর্বে ঘোষিত কার্যত লক ডাউন আজ পর্যন্ত। তাই আশা করা হয়েছিল হয়তো আজ ১৫ জুন থেকে কঠোর বিধিনিষেধের মেয়াদ সমাপ্ত হবে পশ্চিমবঙ্গে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেয়াদ আরও ১৫ দিন বাড়ালেন। ৩০ জুন পর্যন্ত চলবে এই কঠোর বিধিনিষেধ। কিন্তু তার মধ্যেই বিশেষ ভাবে একাধিক ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার। দেখেনিন সেই তালিকা।
আংশিক ছাড়ের তালিকা
১) সরকারি অফিস খোলা থাকবে ২৫% কর্মীদের উপস্থিতিতে।সকাল ১০টা থেকে বিকাল ৪টেপর্যন্ত খোলা থাকবে অফিস
২) কর্মীদের যাতায়াতের জন্য ই-পাসের ব্যবস্থা থাকবে। এই ই-পাসের ব্যবস্থা করবে অফিস।
৩) প্রাতঃভ্রমণের জন্যে খোলা থাকবে পার্ক। তবে টা নির্দিষ্ট সময় পর্যন্ত (সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত)। পার্কে প্রবেশ করতে পারবেন একমাত্র যারা টিকার দুটি ডোজ নিয়েছেন।
৪) বাজার খোলার ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হয়েছে এক ঘন্টা। অর্থাৎ বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১১টা পর্যন্ত।
৫) অন্যান্য দোকান খোলার ক্ষেত্রে সময়সীমা বেড়েছে ৩ ঘণ্টা। অন্যান্য দোকান এখন থেকে খোলা থাকবে সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত।
৬) রেস্তোরাঁ, বার, হোটেলের খোলা থাকবে দুপুর ১২টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত।
৭) শপিংমল খোলার সময় সীমা করা হয়েছে সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। ২৫% কর্মীদের নিয়ে খোলা হবে শপিংমল এবং ৩০% ক্রেতা ঢুকতে পারবেন।
৮) দর্শক ছাড়া স্টেডিয়ামে খেলা জন্য রয়েছে ছাড়পত্র।
৯) বিনোদনের কথা মাথায় রেখে সর্বোচ্চ ৫০ জন সদস্যের উপস্থিতিতে শুটিং ইউনিট খোলা যেতে পারে বলে জানান হয়েছে। তবে শ্যুটিং ইউনিটে যারা উপস্থিত থাকবেন তাদের অবশ্যই টিকাকরণএর দুটি ডোজ নিতে হবে।
সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে ছাড়
১) বিবাহ অনুষ্ঠান সহ অন্যান্য এই ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে সর্বাধিক ৫০ জন উপস্থিত থাকতে পারবেন।
২) অন্তিম ক্রিয়ায় সর্বোচ্চ ২০ জন উপস্থিত থাকতে পারবেন।
বন্ধ থাকবে যে সকল ক্ষেত্র
১) স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
২) স্পেশাল ট্রেন ছাড়া বন্ধ থাকবে লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা, বাস পরিষেবা, জরুরী পরিষেবা ছাড়া বন্ধ থাকবে অটো, ট্যাক্সি সহ সমস্ত রকম গণপরিবহণ।
৩) সামাজিক এবং রাজনৈতিক জমায়েত বন্ধ থাকবে।
৪) বন্ধ থাকবে সিনেমা হল, বিউটি পার্লার, স্পা।
৫) রাত্রি ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত জরুরী কাজ ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবেনা।
No comments:
Post a Comment