নিউজ ফোর সাইড ডেস্ক :: ইতিমধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার অল্প বিস্তর এলাকায় বর্ষার প্রবেশ ঘটেছে । বৃষ্টি আর সঙ্গে অল্প অল্প ঠান্ডা হাওয়া খানিকটা হলেও সস্থী দিয়েছে সাধারণ মানুষদের। সেইসঙ্গে অস্বস্তিকর গরম থেকে মহানগরীকে আপাতত মুক্তি দিয়েছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘন্টায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর মাঝে মধ্যে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তাও দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জেরে হালকা থেকে মাঝারি, কোথাও ভারী বৃষ্টিও শুরু হয়েছে । বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। অবহাওয়া অফিস সূত্রে খবর আজ শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে।
১৪ ও ১৫ জুন অর্থাত্ সোমবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। আগামী তিন থেকে চার দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে ও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
গতকাল অর্থাৎ শুক্রবার নিম্নচাপের হাত ধরেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে । দক্ষিণবঙ্গের চারটি জেলায় প্রবেশ করেছে বর্ষা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে নিম্নচাপ তৈরির কারণে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে মত্স্যজীবীদের উদ্দেশে আগামী ১৪ জুন পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে হওয়া আফিস।
No comments:
Post a Comment