নিউজ ফোর সাইড ডেস্ক :: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিম বঙ্গে প্রবেশ করছে মৌসুমী বায়ু। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবার নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা। আগামী শনি এবং রবিবারের মধ্যে এই পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করছে বলে আবাহাওয়া সূত্রে খবর।রাজ্যের বেশিরভাগ জেলাতেই
আগামীকাল অথবা পরশু দিন সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।তবে এবারে শুধুমাত্র বর্ষা নয় সঙ্গে রয়েছে আছে ভরা কোটাল এজেনো গোদের উপর বিষফোঁড়া। কয়েকদিন আগেই যশ ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়ে ভরা কোটাল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা অত্যন্ত ক্ষতিগ্রস্থ করে দিয়েছিল। আবারো ভরা কোটাল এর আশঙ্কায় দিন গুনছে উপকূলবর্তী এলাকার মানুষ।আসন্ন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসনও।
তবে যশ পরবর্তী সময়ে উপকূলবর্তী এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ভরা কোটাল এর প্রভাবে। এবারের বৃষ্টির পরেও অমাবস্যার ভরা কোটাল এর সম্ভাবনা রয়েছে। এর ফলে আতঙ্কে দিন কাটছে উপকূলবর্তী এলাকার মানুষের। বহু বাড়ি ইতিমধ্যেই জলের তলায় তলিয়ে গিয়েছিল। আবারো যদি ভরা কোটাল আসে তাহলে নদী তীরবর্তী এলাকার মানুষ বড়োসড়ো সমস্যার সম্মুখীন হতে পারে। সবমিলিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাস একদিকে যেমন স্বস্তির অন্যদিকে আবার বেশ ভয়ের কারণ হয়ে দাড়িয়েছে।
No comments:
Post a Comment