নিউজ ফোর সাইড ডেস্ক :: চারদিকে যেভাবে করোনা আবহের প্রভাব বেড়েছে তার জেরে বন্ধ হোয়েছ বিভিন্ন বোর্ডের।কিন্তু পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক পরীক্ষার কি হবে তা নিয়ে ছিল অনেক প্রশ্ন। বর্তমান সরকারের তরফ থেকে জানা গেছে আপাতত বন্ধ থাকছে মাধ্যমিক পরীক্ষা। আগামী ১ জুন থেকে পরীক্ষা শুরু হওয়ার ছিল তা অসম্ভব মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ । তাই এমন সিধ্যান্ত । কিন্তু কবে হবে বা আদৌ কি হবে মাধ্যমিক? কীভাবে পাবে মার্কশিট? এনিয়ে পর্ষদের সঙ্গে আলোচনা চলছে সরকারের। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পর্ষদ।
বর্তমান পরিস্থিতিতে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। যে কারণে করোনা পরিস্থিতিতে বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রগুলিতে যাতায়াতের সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও করোনা সংক্রমণের হার দিন দিন বেড়েই চলেছে। তাই ১ জুন থেকে পরীক্ষার আয়োজন সম্ভব নয় বলেই মনে করছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
বর্তমানে গোটা দেশে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। রাজ্যেও করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক অবস্থায় রয়েছে। এই আবহের মধ্যে কিভাবে পরীক্ষার মূল্যায়ন হবে তা নিয়ে রয়েছে নানান প্রশ্ন।
No comments:
Post a Comment