নিউজ ফোর সাইড ডেস্ক :: বিপুল সংখ্যায় আসন নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রশ্ন উঠেছিল কবে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান? শোনা গেছিল আগামী ৭ তারিখ হতে পারে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। কিন্তু আজ বিকেলে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন আগামী ৫ ই মে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।বিনা আরম্বরেই অনুষ্ঠান হবে বলে জানা গেছে। কেবলমাত্র মুখ্যমন্ত্রী শপথ নেবেন সেইসঙ্গে বড়জোর কয়েকজন বিধায়ক শপথ নিতে পারেন।আগামী ৬ ই মে থেকে পরপর মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান চলতে থাকবে। করোনা আবহের জন্য কোন বিজয় মিছিল বা শপথগ্রহণ অনুষ্ঠানে আড়ম্বরে ইতি টানা হচ্ছে। তবে করোনা আবহাওয়া স্থিতিশীল হলে ব্রিগেডে একটি বিজয়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে বর্তমান করোনা আবহাওয়া কে রুখতে এবং পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি করে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করেন মমতা বন্দ্যোপাধ্যায় । বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটেছে বলে জানা গেছে এই পরিস্থিতি সামাল দিতেই এত তড়িঘড়ি সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
অন্য দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকরা প্রশ্ন করেন যে সমস্ত নেতাকর্মীরা তৃণমূল ছেড়ে অন্য দলে গিয়েছিলেন তারা যদি আবার তৃণমূলে আসতে চায় আপনি কি তাদের দলে নেবেন? তৃণমূল সুপ্রিমো ছোট্ট কথায় উত্তর দেন "আসতে চাইলে আসুক না অসুবিধা কোথায়?" তবে এখন দেখার পালা যারা দল ছেড়ে চলে গেছিল তাদের মধ্যে বেশিরভাগ হেভিওয়েট নেতারা টিকিট পেয়েও বিজেপি থেকে দাঁড়িয়ে হেরেছে। সত্যি কি তারা ফিরে আসবেন? সত্যিকি মমতা ব্যানার্জি আবার তাদের দলে টেনে নেবেন?
No comments:
Post a Comment