নিউজ ফোর সাইড ডেস্ক :: রাজভবনে আজ মন্ত্রিসভার শপথগ্রহণের পর নবান্নে গিয়ে সভাভবনে একটি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরেই দপ্তর বন্টন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্বাস্থ্য ও স্বরাষ্ট্র দপ্তরে নিজেই বহাল থাকলেন। এছাড়া উত্তরবঙ্গ উন্নয়ন, পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার এবং সংস্কৃতি দপ্তর নিজের হাতেই রেখেছেন মমতা। সেইসঙ্গে উদ্বাস্তু উন্নয়ন দপ্তরও থাকছে মমতার হাতে।
এক নজরে অন্যান্যরা:-
অমিত মিত্র: অর্থমন্ত্রী। সঙ্গে পরিকল্পনা ও সংখ্যাতত্ত্ব বিষয়ক দপ্তর
পার্থ চ্যাটার্জি: শিল্প, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি
ব্রাত্য বসু: শিক্ষামন্ত্রী
ফিরহাদ হাকিম: পরিবহণ ও আবাসন
শোভনদেব চ্যাটার্জি: কৃষিমন্ত্রী
অরূপ বিশ্বাস: শক্তি, যুবকল্যাণ ও ক্রীড়া
সুব্রত মুখার্জি: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন
মলয় ঘটক: আইনমন্ত্রী
বঙ্কিম হাজরা: সুন্দরবন উন্নয়ন মন্ত্রী
স্বপন দেবনাথ: প্রাণীসম্পদ দপ্তর
রথীন ঘোষ: খাদ্যমন্ত্রী
জ্যোতিপ্রিয় মল্লিক: বন দপ্তর ও অচিরাচরিত শক্তি দপ্তর
শশী পাঁজা: শিশু ও নারীকল্যাণ দপ্তর
জাভেদ খান: বিপর্যয় মোকাবিলা
সাধন পান্ডে: ক্রেতা সুরক্ষা ও স্বনির্ভর গোষ্ঠী
পুলক ঘোষ: জনস্বাস্থ্য ও কারিগরি
বিপ্লব মিত্র: কৃষি বিপনন
সৌমেন মহাপাত্র: সেচ ও জলপথ পরিবহণ
গোলাম রব্বানি: সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর
চন্দ্রিমা ভট্টাচার্য: পুর ও নগরোন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
অখিল গিরি: স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মত্স্য দপ্তর
রত্না দে নাগ: পরিবেশ দপ্তর
হুমায়ুন কবীর: কারিগরি শিক্ষা
শিউলি সাহা: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী।
অন্যদিকে কয়েকদিন টানাপোড়নের পর বিজেপির তরফ থেকে বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী।এদিন সকাল থেকে হেস্টিংয়ে টানটান উত্তেজনা ছিল মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে।বেলা গড়াতেই সেই জল্পনার অবসান ঘটিয়ে সবার সম্মতিতেই সিদ্ধান্ত নেয় হেভিওয়েট নেতারা।শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব রাখতেই সবাই মেনে নেন। তবে মুকুল রায় আগে থেকেই জানিয়ে দেন বয়স হোয়েছে আর বিরোধী দলনেতা হোয়ে চাপ নিতে পারবোনা।
এবার দেখার পালা জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলার মানুষের জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কি কি প্রস্তাব তুলে ধরেন?
No comments:
Post a Comment