Breaking News

Translate

Friday, February 26, 2021

দেখেনিন একনজরে কোথায় কবে ভোট?

 নিউজ ফোর সাইড ডেস্ক :: এবার বাংলায় বিধানসভা নির্বাচনে প্রায় ১৮ কোটি মানুষ ভোট দান করবেন। আজ বিকেলে ঘোষণা করেছে বাংলা সহ পাঁচটি রাজ্যে ৮ দফায় ভোট হবে। বাংলায় প্রথম দফায় ভোট হবে ২৭ শে মার্চ ৩০ টি আসনে দ্বিতীয় দফায় ৩০ টি আসনে ১লা এপ্রিল তৃতীয় দফার ৬ এপ্রিল ৩১ টি আসনে চতুর্থ দফা ১০ এপ্রিল ৪৪ টি আসনে পঞ্চম দফা ১৭ এপ্রিল ৪৫ টি আসনে ষষ্ঠ দফায় ২২ এপ্রিল ৪৩ টি আসনে সপ্তম দফার ২৬ এপ্রিল ৩৬ টি আসনে অষ্টম দফা ২৯ শে এপ্রিল ৩৫ টি আসনে ভোট হবে ।


২৭ শে মার্চ ভোটগ্রহণ শুরু হবে শেষ হবে ২৯ শে এপ্রিল এবং ফলাফল ঘোষণা হবে মে মাসের ২ তারিখে ।

২৭ শে মার্চ - Purulia, Bankura, Jhargram, Paschim Medinipur & Purba Medinipur

১ এপ্রিল - Bankura, Paschim Medinipur, Purba Medinipur, South 24 Paraganas

৬ এপ্রিল- Howrah,hooglH,South24

১০ এপ্রিল - Howrah, Hooghly, South 24 Paraganas, Alipurduar, Coochbehar

১৭ এপ্রিল- North 24, Nadia, Purba Burdwan, Darjeeling, Kalimpong, Jalpaiguri

২২ এপ্রিল -  North 24, Nadia, Purba Burdwan, Darjeeling,

২৬ এপ্রিল -  Malda, Murshidabad, Paschim Burdwan, Kolkata South, Dakshin Dinajpur
২৯ শে এপ্রিল - Malda, Murshidabad, Birbhum, Kolkata North


বাংলায় বিবেক দুবে ও  মৃণাল কান্তি দাস কে পর্যবেক্ষক হিসেবে পাঠানো হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনের তরফ থেকে সুনিল আরোরা ।   এছাড়াও আয়-ব্যয়ের পর্যবেক্ষক থাকবেন বি মুরলিকুমার।
এছাড়াও বিশেষ কিছু বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন। সংবেদনশীল কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন । বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচারের জন্য ৫ জনের বেশি একত্রিত হতে পারবে না । অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে । এছাড়াও সশরীরে মনোনয়নপত্র জমা দিতে হলে ২ জনের বেশি যাওয়া যাবে না । পথসভায় সর্বাধিক ৫ গাড়ি ব্যবহার করা যাবে । সতর্কতা মেনেই প্রচার করতে হবে। এবারের নির্বাচনে সময় ১ ঘণ্টা বাড়ানো হয়েছে ।
পশ্চিমবঙ্গে ৩১ শতাংশ ভোট কেন্দ্র বাড়ানো হয়েছে বলে  জানা গেছে । পশ্চিমবঙ্গে এবছর ১ লক্ষ ১ হাজার ৯১৬ টি ভোট কেন্দ্র থাকবে।
 
দেখে নিন কোথায় কটি আসনে এবারের বিধানসভা নির্বাচন হতে চলেছে -

অসমে ১২৬ টি আসন, পশ্চিমবঙ্গে ২৯৪ টি আসন, কেরলে ১৪০ টি আসন, তামিলনাড়ুতে ২৩৪ টি, পুদুচেরি ৩০ টি আসন। সব মিলিয়ে মোট ৮২৪ টি আসনে  বিধানসভা নির্বাচন
মোট ২ লক্ষ ৭০ হাজার ভোট কেন্দ্র থাকবে করোনাকালে বিশেষ সর্তকতা অবলম্বন করা হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন তরফ থেকে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919