নিউজ ফোর সাইড ডেস্ক :: কেন্দ্রীয় বাজেটের পর পেট্রোলের দাম বাড়তে বাড়তে ৯১ টাকায় ছাড়িয়ে গেছে। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১টাকা কামানো হয়েছে। তবে দৈনন্দিন জীবনে রান্নার গ্যাস ও পেট্রো পন্নের দাম এতটাই বেড়েছে যে সাধারণ মানুষ যথেষ্ট ভোগান্তিতে পড়েছে।
তাই আজ কেন্দ্রীয় সরকার কর্তৃক পেট্রোল, ডিজেল ও এলপিজি-র লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নেমেছে তৃণমূল কংগ্রেস। সাধারণ নাগরিককে পড়তে হয়েছে ভয়াবহ সংকটে। পেট্রোপণ্যের এই আকাশচুম্বী মূল্যের ফলে দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষ প্রভূত সমস্যায় পড়েছে। কেন্দ্রীয় সরকারের একের পর এক জনবিরোধী নীতির কড়া নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের আন্দোলন আগামী দিনে আরও জোরালো হবে বলেও জানিয়েছে।
আজ প্রতিবাদ স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি থেকে নবান্ন পর্যন্ত ব্যাটারি চালিত ই-স্কুটারে সওয়ার করেন, ফেরার পথেও একই পন্থা অবলম্বন করবেন বলে জানিয়েছেন। এই অভাবনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলমত নির্বিশেষে সবাইকে পথে নামার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়।
No comments:
Post a Comment