নিউজ ফোর সাইড ডেস্ক :: দীঘা - কলকাতা সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঞ্জুলিতে।
(ছবি - মানিক পাত্র)
টানা কয়েকদিন ধরে চলছে কুয়াশাচ্ছন্ন সকাল।তার জেরে যথেষ্ট ভোগান্তিতে পড়েছে যানবাহন।আজ দীঘা ডিপো অফিস থেকে সকাল ৫:৩০ মিনিটে রহনা দেয় কলকাতা ধর্মতলা যাওয়ার একটি সরকারি বাস। কলকাতা গামি বাসটি NH ১১৬B জাতীয় সড়কে বালিসাই বাসস্ট্যান্ড থেকে কিছুটা যাবার পরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঞ্জুলির দিকে নেমে যায়। তবে এই ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে সূত্রে জানাগেছে।
No comments:
Post a Comment