নিউজ ফোর সাইড ডেস্ক :: বি. এম. ফাইন আর্ট অ্যান্ড কালচার এর উদ্যোগে শীত বস্ত্র বিতরনী অনুষ্ঠান।
আজ ১১ ই ফেব্রয়ারি বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত দুবদা গ্রামে বি. এম. ফাইন আর্ট অ্যান্ড কালচার এর উদ্যোগে ও সংস্থার ব্যতিক্রমী প্রকল্প "ড্রেস ব্যাংক" এর তত্ত্বাবধানে , কিছু দুঃস্থ ও অসহায় মানুষদের শীতবস্ত্র(কম্বল) ও পরিবেশকে দূষণমুক্ত করতে কিছু চারা গাছ উপহার দেওয়া হয়। যার প্রধান উপদেষ্টা ছিলেন বিষ্ণু মাইতি । সঙ্গে ছিলেন দেবাশিস পালধী, সৈকত মল্লিক, তিতাস দাস ও গ্রামের সুহৃদয় ব্যাক্তিবৃন্দ ।
অসহায় ও দিনদরিদ্র মানুষদের শীতকালিন ঠান্ডার প্রকোপ থেকে বাঁচাতে ও সমাজকে সবুজ বার্তা দেওয়াই ছিলো এদিনের অনুষ্ঠানের প্রধান কর্মসূচী। আগত অসহায় দুঃস্থ মানুষেরা এমন উপহার পেয়ে খুবই আপ্লুত হন।
সংস্থার পক্ষ থেকে কর্ণধার বিষ্ণু মাইতি জনসাধারণকে বলেন এমন ধরনের কাজ কোনো একক ব্যক্তির দ্বারা সম্ভব নয়।সমাজে বসবাসকারী অসহায় দুঃস্থ মানুষদের পাশে থাকতে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে।তাই পাশে থেকে সাহায্য ও উৎসাহের হাত বাড়িয়ে দেওয়ার আর্জি জানান বিষ্ণু মাইতি।
No comments:
Post a Comment