নিউজ ফোর সাইড ডেস্ক :: এগরা ১ নং ব্লক কংগ্রেস এর জুমকী অঞ্চল কংগ্রেস এর কর্মী সম্মেলন।
(ছবি - মানিক পাত্র)
গতকাল এগরা ১ নং ব্লক কংগ্রেস এর জুমকী অঞ্চলে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।এদিনের সভায় সভাপতিত্ব করেন অঞ্চল সভাপতি আশাবুল শা, ব্লক সভাপতি অমিতাভ জানা এছাড়াও জেলা সাধারণ সম্পাদক সাধন উত্থাসনি, ১৯ টি বুথ সভাপতি বৃন্দ অঞ্চলের অবজারভার স্বপন দে, রামদেব মহাপাত্র, পিজুষ জানা ও অন্যান্য কংগ্রেস কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। সকলে আগামী বিধান সভা নির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থীর জয়লাভের জন্যে গোপন বৈঠক করেন।বক্তব্যে শোনা গেছে বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার যেভাবে আপামোর জনগনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন তার প্রতিবাদ করতে হবে এবং রুখে দাড়াতে হবে। কৃষক তার উৎপাদিত ফসল বিক্রি করতে পারছে না। এই দুই দলের নেতারা চুরি করে একে অপরের উপর দোষ চাপিয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে। ব্যাঙ্কের একাউন্ট থেকে মাসে মাসে টাকা কেটে নিচ্ছে। সমস্ত সরকারি সম্পত্তি বিক্রি করে যাচ্ছেন। একটি উদাহরন হিসেবে ট্রেনের প্লাটফর্ম টিকিট ৫০ টাকা র কথাও তুলে ধরেন। এরূপ নানা ভাবে অধপতনে নিয়ে যাচ্ছে এই দুই দল।তাই আগামী দিনে যাতে বাম কংগ্রেসের জোট জয়লাভ করে সরকার গড়তে পারে তার জন্য সকল নেতা কর্মীদের,সমর্থকদের ও সাধারণ মানুষদের এগিয়ে আসতে হবে।
No comments:
Post a Comment