নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে প্রাক্তন স্কুল শিক্ষিকার রহস্যজনক ভাবে অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথি শহরে ।
ঘটনাটি ঘটেছে কাঁথি পুরসভায় প্রফেসর কলোনির বন্ধন ব্যাংকের কাছে। স্থানীয় সুত্রে জানা গেছে ওই ব্রিধ্যা 'ব্রহ্ম বালিকা বিদ্যালায়ের স্কুলের প্রাক্তন শিক্ষিকা।নাম 'পীযূষ কনা গিরি' আরও জানা গেছে ওনার মেয়ে আগেই মারা গেছেন। স্কুল শিক্ষিকা একাই কাঁথির প্রফেসর কলোনির বাড়িতে থাকতেন।তাঁর দেখাশোনা করার জন্য একজন পরিচারিকা নিযুক্ত ছিল। আজ সকালে ওই পরিচারিকা কাজে এসেই দেখেন অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে প্রাক্তন শিক্ষিকা।এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দেখতে পেয়ে স্থানীয় মানুষ ও কাঁথি থানার পুলিশকে খবর দেয়। কাঁথি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। পুলিশ এই ঘটনার সঠিক কারণ খুঁজতে তদন্তে নেমেছে।
তবে কিভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে তা নিয়ে যথেষ্ট ধোয়াসা রয়েছে এলাকার মানুষের কাছে।
No comments:
Post a Comment