নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে অপসারিত করা হলো শিশির অধিকারীকে |
একের পর এক পদ থেকে সরানো হচ্ছে অধিকারী পরিবারের নেতা মন্ত্রীদের।শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যোগদানের পর থেকে তৃণমূল আস্থা হারাতে থাকে অধিকারী পরিবারের ওপর থেকে। এবার বর্ষিয়ান নেতা শিশির অধিকারীকে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে সরানো হলো। আর সেই সভাপতি পদে বহাল হলেন সৌমেন মহাপাত্র। গতকালই দীঘা শংকরপুর উন্নোয়ন পর্ষদের চেয়াম্যান পদ থেকে অপসারিত হয়েছেন শিশির অধিকারী।সেই পদে বসানো হয়েছে অখিল গীরিকে। তবে কি অধিকারী পরিবারে সত্যি সত্যি পদ্ম ফুটবে? সেই ইঙ্গিত পেয়েইকি চলছে ডানা ছাঁটা র পর্ব? শুভেন্দুর কথাইকি ঠিক হতে চলেছে?রাম নবমীর আগেই কি পদ্ম কুঁড়ি থেকে পূর্ণাঙ্গ ফুল ফুটবে কাঁথির "শান্তি কুঞ্জে"?
No comments:
Post a Comment