নিউজ ফোর সাইড ডেস্ক :: খেজুরি ১ নম্বর ব্লকের কুলঠা (হেঁড়িয়া বাঁশগড়া) মধ্যম পল্লী ইয়ং স্টার ক্লাব উদ্বেগে টেনিস ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় , প্রতিযোগিতায়,রাজ্য রাজ্যের বাইরে ৮টা দল অংশগ্রহণ করে। রবিবার ফাইনাল ম্যাচ দেখার জন্য মাঠে দর্শকের ভীড় উপচে পড়ে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন ভিড়। কুলটাকুন্ঠা স্টেডিয়াম এবং স্পেশাল কমেন্টারি দেবাশিস মন্ডল এবং খেজুরি ১ নম্বর মধ্যম পল্লী ইয়ং স্টার ক্লাব সদস্যবৃন্দ প্রমুখ।
No comments:
Post a Comment