নিউজ ফোর সাইড ডেস্ক :: বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই শাসক দল থেকে ভাঙন বেড়েই চলেছে।সেই ভাঙন রুখতেই বারে বারে তৃণমূল সুপ্রিমো বৈঠক করছেন।সেই সাথে বিভিন্ন জায়গায় বুথে বুথে মিটিং করছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের সংগঠন।
আজ পূর্ব মেদিনীপুর জেলার সেরখাঁনচকের বানীতলায় বুথ কমিটি কে নিয়ে গুরুত্বপূর্ন সাংগাঠনিক আলোচনায় খেজুরী ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অধ্যাপক রামকৃষ্ণ দাস, খেজুরী ২নং পঞ্চায়েত সমিতির পূর্ত্য কর্মাধ্যক্ষ দেবকান্ত মাইতি, বারাতলা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান পার্থ সারথী দাস, খেজুরী ২নং ব্লক প্রাইমারী শিক্ষ্যা সেলের ব্লক সভাপতি ভূদেব দাস, প্রাইমারী শিক্ষা সেলের জেলা কমিটির সদস্য কমলেশ দাস, বারাতলা গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক বৃহস্পতি প্রধান সহ বুথ কমিটির সদস্যবৃন্দ একটি আলোচনা সভা করেন।
No comments:
Post a Comment