নিউজ ফোর সাইড ডেস্ক :: "রক্ত দান জীবন দান"।রক্তের সংকট দিনদিন বেড়েই চলেছে।আর সেই ঘর্তি মিটাতেই বিভিন্ন জায়গায় কম্প করে রক্ত দান শিবিরের আয়োজন করা হচ্ছে।
সেই লক্ষে আজ ভারতীয় জনতা পার্টি দক্ষিণ কাঁথি বিধানসভায় যুব মোর্চার উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়কাঁথি শহরের দেবজ্যোতি হলে।
এই রক্তদান শিবিরে প্রায় ৮০ জন মানুষ রক্ত দান করেন।
যুব মোর্চা তরফে বক্তরা বলেন আগামী দিনে সমাজ কে ভালো রাখতে সুস্থ রাখতে সমাজের উন্নতির জন্য, সাধারণ মানুষের উন্নয়ন জন্য আরো বিভিন্ন সমাজ মূলক কর্মসূচী প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অনুপ কুমার চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক অসীম মিশ্র,, নবীন প্রধান, কল্লোল কর, ও তুহীন ভূঁঞ্যা, চন্দন মন্ডল, যুব মোর্চা সাধারণ সম্পাদক উমেশ প্রধান, যুব মোর্চা মণ্ডল সভাপতিগণ সুভাষ মান্না, জয়েশ ভৌমিক, পাঁচুগোপাল খাটুয়া, অর্চিষ্মান সাউ সহ প্রায় কয়েকশ যুব মোর্চা কার্য্যকর্তাগণ।।
No comments:
Post a Comment