নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ দক্ষিণ কাঁথি বিধানসভায় কাঁথি ১ পূর্ব মণ্ডলে সাবাজপুট অঞ্চলে কৃষ্ণখয়রাতিবার্ড এ , আগামী ১৯/১/২০২১ খেজুরী বিধাসভায় হেঁড়িয়া তে বাবুল সুপ্রিয় ও শুভেন্দু অধিকারী সভা উপলক্ষে সাবাজপুট অঞ্চলে সমস্ত বুথ সভাপতি ও বুথের কর্য্যকর্তাগন দের নিয়ে প্রস্তুতি সভা ও TMC সরকারে দুর্নীতির প্রতিবাদে "আর নয় অন্যায়" নিয়ে এক বিশাল সভা অনুষ্ঠিত হয়।।
আজকের এই সভায় উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি রমাকান্ত প্রধান, সৌমেনদু অধিকারি,জেল সাধারণ সম্পাদক অসীম মিশ্র, মণ্ডল সভাপতি নিলেশ মণ্ডল, সহ সভাপতি পীযূষ বিড়িং,মণ্ডল সাধারণ সম্পাদক দীপক নায়ক, শুভময় প্রামাণিক, দক্ষিণ কাঁথি সোশ্যাল মিডিয়া ইনচার্জ রবীন্দ্রনাথ পন্ডা, মহিলা মোর্চা নেত্রী রীতা বর, অতসী জানা, যুব মোর্চা সভাপতি পাঁচু গোপাল খাটুয়া, মণ্ডল আমন্ত্রিত সদস্য বিক্রম মাইতি,sc/st মোর্চা সভাপতি মদন নায়ক, ও স্থানীয় বুথ সভাপতি ও সঞ্চালন করেন প্রকাশ দাস , প্রদীপ নায়ক মহাশয়, ও সাবাজপুট অঞ্চলের অন্তর গত সমস্ত বুথ সভাপতি বুথের কর্য্যকর্তাগণ।।
No comments:
Post a Comment