Breaking News

Translate

Wednesday, January 13, 2021

বিবেকানন্দ জন্ম জয়ন্তীতে বিশেষ উপহার অসহায়দের।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: পুর্ব মেদিনীপুর  জেলার  মহিষাদল ব্লকের বেতকুন্ডু অঞ্চলের  দেউলপোতা সেবা সমিতির ঐকান্তিক  আয়োজনে স্বামী  বিবেকানন্দের ১৫৯ তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


 প্রথমার্ধেই  মাঙ্গলিক পূজাপাঠসহ অনাথ দেব শিশুদের  সমন্বিতভাবে  স্মরন অনুশীলন, সংগীত,কবিতা, ছ ড়া, গল্পবলা, বানীপাঠসহ বক্তব‍্য। বিশিষ্ট  অনুরাগীদের মধ্যেই  আন্তরিক আলোচনা  করেন মানবাধিকার   ও সামাজিক  সংগঠক প্রানাশিস মাল, স্নাতকোত্তর  সমাজ কর্মকর্তা  ছবিলাল পাল, প্রক্তন অধ‍্যাপক বিমলেন্দু চক্রবর্তী, স্বাস্থ ও পূষ্টি প্রতিনিধি  অমলেশ বক্সী সহ সেবা সমিতির পরিচালন সদস্য, প্রতিষ্ঠাতা  সম্পাদক  গৌতম বটব‍্যাল,  ভেষজ উৎপাদন  মাঠকর্মী দুধকুমার গিরি, জৈবপ্রযুক্তি  মার্চেন্ট গৌতম পাড়ুই পঞ্চায়েত সদস্য  বাসুদেব মান্না প্রমুখ।


 দ্বিতীয়ার্ধে দরিদ্রতম  মানুষের জন্য  শীত বস্ত্র,  অক্ষম  মানুষকে  সহায়ক সরঞ্জাম, মহিলাদের সেলাই  মেসিন বিতরন বিতরণ করা হয়। এছাড়াও উক্ত দিনে উপস্থিত  ছিলেন আরো অনেক  বিশিষ্ট  গুনীজন মন্ডলী।প্রায় পাচশত অধিক মানুষ  মহা সম্মেলনে সামিল হন। সেবা সমিতির নিষ্ঠাবান স্বেচ্ছসেবকদের আন্তরিক  সহযোগিতায় সমগ্র  অনুষ্ঠান সর্বাত্বক  সফলতা পেয়েছেন। সকলের একান্ত  আত্মজন সম্পাদক  সুবক্তা গৌতম বটব‍্যাল সমগ্র  অনুষ্ঠানের সঞ্চালনা  করেন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919