নিউজ ফোর সাইড ডেস্ক :: তমলুক শহরে ABVP র ডাকে বাংলা বাঁচাও আন্দোলন করল ABVP পূর্ব মেদিনীপুর।
গতকাল তমলুক শহরে সারা জেলা থেকে এ বি ভি পি এর প্রায় ১০০০ জন ছাত্র ছাত্রীর উপস্থিতিতে রালি ও পথ সভা অনুষ্ঠিত হয়। এই রালী তে উপস্থিত ছিলেন রাজ্য সহ সম্পাদক অভিজিৎ বিশ্বাস, জেলা সহ প্রমুখ চন্দ্র শেখর পায়ডা , জেলা সংযোজক হিরণময় ধাড়া সহ জেলার অন্যান্য নেতৃত্ব গন। উক্ত সভায় অভিজিৎ বাবু বলেন রাজ্য চরম অস্তিত্বে চলছে। নারী সুরক্ষা একদম তলানিতে গিয়ে পৌঁছেছে। একের পর এক নারী নির্যাতন চলছে রাজ্যে। জেলা সহ প্রমুখ চন্দ্র শেখর তার বক্তব্যে বলেন রাজ্যে বেকার সমস্যা চরমে পৌঁচেছে। এছাড়াও তিনি অবিলম্বে সমস্ত শূন্য পদে নিয়োগ এবং পার্শ্ব শিক্ষক দের আন্দোলন কে সমর্থন করে ওদের দাবি পূরণ করার ও দাবি জানায়।
No comments:
Post a Comment