Breaking News

Translate

Tuesday, December 22, 2020

BRAKING ! দীঘায় টেম্পু ও বাইকের মুখোমুখি সংঘর্ষ।

 নিউজ ফোর সাইড ডেস্ক ::  আজ সকালে দিঘা গেট সংলগ্ন দীঘা বাইপাস এর কাছে একটি বাইক ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হল এক ব্যক্তি । সূত্রে পাওয়া খবর আজ সকালে নিউ দীঘা দিক থেকে এক বাইক আরোহী রামনগর এর দিকে আসছিল ওই সময় বিপরীতমুখী একটি টেম্পু মাল বোঝাই করে দ্রুতগতিতে দিঘার দিকে যাচ্ছিল।

(ছবি- সুভাষ মিশ্র)

হটাৎ করে বাইক ও টেম্পু  মুখোমুখি চলে আসে।এই সংঘর্ষের ফলে গুরুতর আহত হয় বাইক আরোহী ।দেখতে পেয়ে স্থানীয় মানুষরা দ্রুত ছুটে এসে তাকে সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশের তরফ থেকে ওই ঘাতক টেম্পু টিকে থানায় নিয়ে যায় । জানা গেছে ওই বাইক আরোহীর বাড়ি  রামনগর থানার অন্তর্গত বাকপূরা  গ্রামে। ওই ছেলেটির নাম কৌশিক জানা । 


বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এই সংঘর্ষের জেরে  জনতার বিক্ষোভ দেখা যায়। তাদের বক্তব্য প্রায় সময় এই রাস্তায়  দ্রুতগতির সাথে গাড়ি ছুটে । বিশেষ করে যেসব টেম্পু, পিকআপ ভ্যান, ছোট গাড়ি মাল নিয়ে যায় তারা খুবই দ্রুত গতির সাথে যায়এর কারণেই মাঝেমধ্যে এমন বিপত্তি ঘটতে দেখা যায় ।সেভ ড্রাইভ সেভ লাইফ কে বুড়ো আঙুল দেখিয়ে কোন বিধি-নিষেধ নামেনেই গাড়ি চালায় চালকেরা। এর ফলে ভোগান্তি হয় অন্য সাধারণ মানুষ এবং অন্যান্য চালকদের।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919