Breaking News

Translate

Wednesday, December 16, 2020

BRAKING ! ইস্তফা দিয়ে "সংসার" ত্যাগ করলেন শুভেন্দু অধিকারী!

 নিউজ ফোর সাইড ডেস্ক :: দুই দশকের দীর্ঘ সম্পর্কের মায়ার বাঁধনে কাটিয়ে শেষমেষ বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। ত্যাগ করলেন তৃণমূলের সরকারি সংসার।


আজ তিনি বিধানসভার  স্পিকারের কাছে নিজের হতে লেখা পদত্যাগ পত্র জমা দেন।  তবে এদিন স্পিকার উপস্থিত না থাকায় সচিবের কাছেই পদত্যাগ পত্র জমা করেন।  নিজের হাতে তিল তিল করে গড়া সংসার ছেড়ে বেরিয়ে এলেন শুভেন্দু অধিকারী । দীর্ঘ কয়েক মাস ধরে অরাজনৈতিক সভায় বিভিন্ন রকমের বক্তব্য রেখেছিলেন শুভেন্দু অধিকারী। তারপর বিভিন্ন পদ থেকে এবং মন্ত্রীত্ব থেকে ইস্তফা। শেষমেষ  বিধায়ক পদ থেকেও সরে দাঁড়ালেন নন্দীগ্রাম আন্দোলনের নেতা নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী । কিছুদিন ধরেই নানা মন্তব্য আলাপ আলোচনা ও বৈঠকের পরও আটকাতে পারলোনা তৃণমূল সরকার শুভেন্দু অধিকারীকে। বেশ কিছুদিন আগে তিনি বলেছিলেন অন্য কোন দল করলে বা অন্য কোনো দলে যোগদান করলে আগে বিধায়ক পদ ত্যাগ করবেন। আর আজ  বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী।


জল্পনার অবসান ঘটিয়ে হয়তো আর কয়েক দিনের মধ্যেই বিজেপিতে যোগ দেবেন রাজ্যের প্রাক্তন  পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে কেন্দ্রের তরফ থেকে তার জন্য বরাদ্দ হতেপারে ১০ জন কমান্ডো ৩০ জন জওয়ান সহ বুলেটপ্রুফ গাড়ি। রাজনৈতিক মহলের একাংশের আশঙ্কা হয়তো রাজ্য  সরকার পড়ে যেতে পারে। কারণ যেভাবে শুভেন্দু ঘনিষ্ঠ নেতা-মন্ত্রীরা শুভ্যেন্দুর সাথে যোগাযোগ রাখছে এবং বিস্ফোরক মন্তব্য করছে মঞ্চে দাঁড়িয়ে।  এখন সব দলের পাখির চোখ বিধানসভা নির্বাচনের দিকে। তবে শুভেন্দু অধিকারী যদি বিজেপিতে যোগদান করেন তাহলে তার কতটা প্রভাব পড়বে বিজেপির উপর এবং কতটা প্রভাব পড়বে তৃণমূলের উপর তাই দেখার পালা। সত্যি কি তিনি বিজেপিতে গিয়ে আরো বড় সংগঠন তৈরি করতে পারবেন? বিজেপিকে কি রাজ্যে আনতে পারবেন? না কি কোণঠাসা হয়ে যেতে পারেন শুভেন্দু অধিকারী? এই নিয়ে জল্পনা এখন অনেকটাই তুঙ্গে ।

শেষমেষ দাদার অনুগামীরা কি এখন দাদার অনুগামী থাকবে? নাকি পুনরায় ফিরে যাবে পুরনো দলে?
  ২০০৬ সালে মমতা ব্যানার্জির ডাকে জনজোয়ার উপচে পড়ে ছিল রাজ্যের বিভিন্ন জায়গায়।  মিছিল মিটিংয়ে জনজোয়ারের উৎসব দেখা দিয়েছিল। কিন্তু তারপর  ভোটের বাক্সে উল্টো পুরান দেখা গেছিলো। এইরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটবে নাতো পুনরায়?   এক অরাজনৈতিক  সভা থেকে শুভেন্দু বাবু মন্তব্য করেছিলেন উনার বিরুদ্ধে অপপ্রচার কুৎসা এবং  চক্রান্ত চলছে।  যারা এমন মন্তব্য করেছেন  তাদের ভয়ানক পরিস্থিতি হতে পারে আগামী দিনে ।  বিধায়ক পদ থেকে সরে দাঁড়ালেন  শুভেন্দু অধিকারী এর ভবিষ্যৎ কি হতে পারে তাই এখন দেখার পালা । তাহলে কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড় আসতে চলেছে ? তবে কি সত্যি সত্যি এবার ঘাসফুলের জায়গায় পদ্মফুল ফুটতে চলেছে?  কয়েকমাসের অপেক্ষা তারপর এই সব জল্পনার অবসান ঘটবে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919