Breaking News

Translate

Thursday, December 17, 2020

কাঁথি সুপার মার্কেট এর প্রবীণ ব্যবসায়ীর পরলোক গমন।

 নিউজ ফোর সাইড ডেস্ক ::  কাঁথি সুপার মার্কেট এর প্রবীণ ব্যবসায়ীর পরলোক গমন।

 কাঁথি ১ নম্বর ব্লকের সাবাজপুট  অঞ্চলের দক্ষিণ রামচন্দ্র পুর গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী নগেন্দ্রনাথ মাইতি গতকাল বুধবার রাত্রি ১০:১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৯৫ বছর।



(সৌ: এফ বি)

 তিনি কাঁথি সুপার মার্কেটের একজন প্রবীণ ব্যবসায়ী ছিলেন। কাঁথি সুপার মার্কেটের "সুমতি ভান্ডার"ও "মাইতি গুড় ভান্ডারে"র  প্রতিষ্ঠাতা ছিলেন নগেন্দ্রনাথ বাবু। একাধারে তিনি কাঁথি সব্জি বাজার ব্যবসায়ী সমিতির অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। দক্ষিণ রামচন্দ্রপুর গৌরাঙ্গ সেবা সংঘের সভাপতির পদও সামলান দক্ষতার সাথে। অন্যদিকে  জনকল্যান সংঘের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এই প্রবীণ খগেন্দ্র বাবু। তাছাড়া ও বহু প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় সুসম্পর্ক ছিল। উনার মৃত্যুতে সব্জি  বাজার ব্যবসায়ী সমিতি, অন্যান্য ব্যবসায়ী সমিতি ও বহু ব্যবসায়ী,বহু মানুষ জন ও  গৌরাঙ্গ সেবা সংঘ এবং   জনকল্যান সংঘের পক্ষ থেকে পুষ্পার্ঘ দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় এবং শোকস্তম্ভ পরিবারকে সমবেদনা জানান। মৃত্যুকালে স্ত্রী সহ ৬ জন ছেলে, ৬ জন বৌমা,৩ জন মেয়ে,৩ জন  জামাই, নাতি-নাতনি, সহ বহু আত্মীয়-স্বজনরেখে  ইহলোক থেকে পরলোকে গমন করেন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919