Breaking News

Translate

Thursday, November 19, 2020

BRAKING ! সব জল্পনার অবসান! মেগা শো তে কি বললেন শুভেন্দু।

 নিউজ ফোর সাইড ডেস্ক ::  আজ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার আর এস এ ময়দানে সমবায় সপ্তাহ উৎযাপন সমাবেশ অনুষ্ঠিত হয়।


এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্টাই কো অপারেটিভ ব্যাংকের ডিরেক্টর, চেয়ার ম্যান,চিন্তমনি মণ্ডল,মধুরিমা মণ্ডল,রাধাগোবিন্দ দাস,হারিসাধন দাস অধিকারী প্রমুখ।এই সভার প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় অরাজনৈতিক মঞ্চে শুভেন্দু সভা করতে দেখা যাচ্ছে।সেই সঙ্গে নানান রকমের খোঁচা মূলক বক্তব্য রেখেছেন।নন্দীগ্রাম থেকে জঙ্গল মহল প্রত্যেক জায়গাতেই তিনি দলের কোনো ব্যানারে সভা করেননি।



অন্যদিকে রাজনৈতিক মহলের মধ্যে জল্পনা পর পর বেড়েই চলেছে।আজও তিনি বললেন আমি মেদিনীপুরের মানুষ স্থান,কাল পাত্র ব্যানার দেখে কথা বলি।শিক্ষা সংস্কৃতি আমি মেনে চলি। আমি এখানকার গামছা পরা পান্তা খাওয়া ছেলে। সমবায়ে আমি ইলেক টেড সিলেক্টেড নই,আমি বসন্তের কোকিল নই। জল্পনাকে জিয়ে রেখে তিনি বলেন নিয়ন্ত্রক রা আমাকে তাড়ায় নি আমিও দল ছাড়িনিএখনও আমি এক রাজনৈতিক দলের সক্রিয় কর্মী।
সুতরাং তিনি সাফ জানিয়ে দিলেন এখনও তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় সৈনিকআর আজকের এই মেগা ছিল সমবায়ের মেগা শো

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919