Breaking News

Translate

Friday, November 6, 2020

প্রয়াত সোফিয়াবাদ শীতল প্রসাদ বিদ্যামন্দিরের শিক্ষক শুভজিৎ সাহু।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের সোফিয়াবাদ শীতল প্রসাদ বিদ্যামন্দিরের ইতিহাস বিষয়ের কৃতি শিক্ষক শুভজিৎ সাহু(৪৯) মস্তিষ্কে ক্যানসার রোগে আক্রান্ত হয়ে  হেঁড়িয়ার বাসভবনে পরলোকগমন করেন। তিনি ছাত্র-ছাত্রীদরদী শিক্ষক হিসাবে  এলাকায় সুনাম অর্জন করেছিলেন।


পাশাপাশি সহকর্মী, অভিভাবক ও এলাকার মানুষজনের কাছে অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমনাথ দাস সহ সহকর্মীরা হেঁড়িয়া বাসভবনে গিয়ে মৃতদেহে পুষ্পার্ঘ্য অর্পণ সহ শোকজ্ঞাপন ও শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন। দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহঃ সভাপতি তরুণ জানা,কর্মাধ্যক্ষ সবুজ মাইতি প্রমুখ শিক্ষক শুভজিৎ বাবুর অকাল প্রয়াণে শোকজ্ঞাপন করেন। এছাড়া প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন প্রাণোচ্ছল ও ছাত্র দরদী শিক্ষক শুভজিৎ সাহু র প্রয়াণে শোকজ্ঞাপন করেন ও পরিবারবর্গকে সমবেদনা জানান।প্রয়াত শিক্ষক সহধর্মিণী সহ দুই কন্যা ও অগণিত গুণমুগ্ধ সহযোগী দের রেখে গেলেন। প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন বলেন সোফিয়াবাদ শীতল প্রসাদ বিদ্যামন্দিরের কৃতি শিক্ষক কে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(সৌজন্যে - C.P.C)

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919