নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর মারিশদা থানা অন্তর্গত কালিনগর বাসস্ট্যান্ডে গতকাল রাতে ১২:৩০ মিনিট নাগাদ আগুন দেখা যায় ক্যালেন্ডার প্রিন্টিং এর দোকানে। এই বছরের অর্থাৎ 2021 এর নতুন ক্যালেন্ডার পুড়ে ছারখার হয়ে যায়। সেইসঙ্গে পাশে থাকা একটি এ টিএম স্টালেও আগুন লেগে পুড়ে যায়। মারিশদা থানার সিভিক ভলেন্টিয়ার কালিনগর বাসস্ট্যান্ডে ডিউটি চলাকালীন দেখতে পান।সঙ্গে সঙ্গে দোকানদারকে খবর দেয়।
দোকানদার এর মালিক অশ্বিনী কুমার মহতা এসেদেখে দোকান বিশাল অগ্নিকান্ড। দমকলে খবর দিলে ইঞ্জিন এসে যথারীতি চেষ্টা করে তার মধ্যে তার দোকানের জিনিসপত্র প্রায় ১২ লক্ষ টাকার ক্যালেন্ডার সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে যায়।
No comments:
Post a Comment