Breaking News

Translate

Tuesday, November 17, 2020

বনমালী পন্ডার স্মরণ সভায় বস্ত্র বিতরণ করলো পন্ডা ব্রাদার্স।


 নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার  এগরা থানার দুবদা গ্রাম পঞ্চায়েতর অধীন দুবদা হাটের উপর বিশিষ্ঠ সমাজসেবী ঈশ্বর বনমালী পন্ডার স্মরণ সভা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন বেতা মডেল একাডেমীর প্রাক্তন প্রধান শিক্ষক প্রবোধ কুমার পাহাড়ী, বেতা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সত্যরঞ্জন মাইতি ,বিশিষ্ঠ সমাজসেবী খাগেন্দ্রনাথ দুয়ারী,বিশিষ্ঠ শিক্ষক প্রসন্ন সাউ , রামকৃষ্ণ মিশন  ( মন্দারমনি শাখা ) জ্যোতির্ময় রথ প্রমুখ।



 বনমালী বাবুর অবক্ষয়  মূর্তিতে মাল্য দান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর  মঞ্চ থেকে আগত ৫০ জন দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র উপহার তুলে দেওয়া হয়।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিবারের সদস্য ভক্তিপদ ভট্টাচার্য্য। অনুষ্ঠানে আগত সমস্ত মানুষদের অভিনন্দন,স্মারক প্রদান করেন পরিবারের কর্নধার অশোক পন্ডা  , তরুণ পন্ডা সহ অন্যান্য সদস্যগন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919