Breaking News

Translate

Saturday, November 14, 2020

বিধি নিষেধ মেনেই আজ শ্যামা মায়ের পূজা।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ শ্যামা মায়ের পূজা ।তবে বাঙালিদের মনে নেই কোনো তেমন আনন্দ। দীর্ঘ লক ডাউনের পর পরিস্থিতি পর পর একটু স্বাভাবিক হলেও পুরোপুরি স্বাভাবিক হতে লাগবে আরো অনেক সময়।


নিউজ ফোর সাইড এর পক্ষ থেকে সকাল পাঠকদের দেওয়ালি ও শ্যামা পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।

বর্তমান পরিস্থিতি সবার পক্ষে অনেকটাই কঠিন।সরকারি ভাবে বাড়ানো হয়েছে অনেক বিধি নিষেধ । কোর্টের রায় অনুযায়ী পড়ানো যাবেনা কোনো শব্দ বাজি এবং গারো ধোঁয়া যুক্ত আতশবাজি। সব দিক থেকে দেখতে গেলে বিনা আড়ম্বারেই চলছে মণ্ডপে মণ্ডপে ঘরে ঘরে শ্যামা মায়ের পূজা।

অন্যদিকে বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে শব্দ বাজির ক্রয় বিক্রয়।সেদিক থেকে সমস্ত বিধি নিষেধ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে দৌরাত্ম্য বাড়াচ্ছে বাজি ব্যবসায়ীরা। তবে সেই সঙ্গে বাজারে বাজারে চলছে পুলিশি টহল।

আর মাত্রা কয়েকটা দিন গেলেই বিদায় নেবে ২০২০ । এই সালটা সবদিক থেকেই খারাপ সাল বলে মনে করছে সাধারণ মানুষ। আসছে নতুন বছর ২০২১ এবার দেখার পালা ওই সালটা কেমন কাটবে সকলের।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919