Breaking News

Translate

Friday, November 13, 2020

প্রশান্ত কিশোর শুভেন্দু অধিকারীর বাড়িতে, কি হলো শেষ পর্যন্ত?

নিউজ ফোর সাইড ডেস্ক :: শুভেন্দু অধিকারীকে নিয়ে বর্তমান নানা মুনির নানা মত।কেউ ভাবছেন অন্য দলে যাবেন কেউ ভাবছেন অন্য দল গড়বেন। কারণ একটাই বেশ কয়েকটি অরাজনৈতিক সভা মঞ্চ থেকে বিস্ফোরক বক্তব্য।

এরই মধ্যে কলকাতা থেকে পিকে পৌঁছে গেলেন কাঁথি "শান্তিকুঞ্জে"।তবেকি শুভেন্দুঅধিকারীর সাথে দলের দূরত্ব বাড়ার জন্য এলেন পিকে? বৃহস্পতিবার সন্ধ্যায়  প্রশান্ত কিশোর এলেও দেখা হয়নি শুভেন্দু অধিকারী সাথে। তাই  শিশির অধিকারীর সাথে  বৈঠক করেন প্রশান্ত কিশোর।

অন্যদিকে ঘাটাল সভা মঞ্চ থেকে বিস্ফোরক কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন "দেখবি জলবি আর লুচির মতো ফুলবি"


No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919