নিউজ ফোর সাইড ডেস্ক :: শুভেন্দু অধিকারীকে নিয়ে বর্তমান নানা মুনির নানা মত।কেউ ভাবছেন অন্য দলে যাবেন কেউ ভাবছেন অন্য দল গড়বেন। কারণ একটাই বেশ কয়েকটি অরাজনৈতিক সভা মঞ্চ থেকে বিস্ফোরক বক্তব্য।
এরই মধ্যে কলকাতা থেকে পিকে পৌঁছে গেলেন কাঁথি "শান্তিকুঞ্জে"।তবেকি শুভেন্দুঅধিকারীর সাথে দলের দূরত্ব বাড়ার জন্য এলেন পিকে? বৃহস্পতিবার সন্ধ্যায় প্রশান্ত কিশোর এলেও দেখা হয়নি শুভেন্দু অধিকারী সাথে। তাই শিশির অধিকারীর সাথে বৈঠক করেন প্রশান্ত কিশোর।
অন্যদিকে ঘাটাল সভা মঞ্চ থেকে বিস্ফোরক কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন "দেখবি জলবি আর লুচির মতো ফুলবি"
No comments:
Post a Comment