নিউজ ফোর সাইড ডেস্ক :: মেদিনীপুর শহরে ক্লাব সমন্নয় কমিটির সভা মঞ্চ থেকে যুবগোষ্ঠীকে একত্রিত হওয়ারই বার্তা দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সরল ভাষায় বুঝিয়ে দেন যে তিনি মেদিনীপুরের ভূমিপুত্র। সেইসঙ্গে মেদিনীপুরের মাটি বিপ্লব ও সংগ্রামের মাটি তা পুনরায় স্মরণ করিয়ে দেন।
শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহর ক্লাব সমণ্বয় কমিটির বিজয়া সম্মিলনীতে যোগ দিতে শহরে এসেছিলেন শুভেন্দু অধিকারী। অরাজনৈতিক এই মঞ্চেও তিনি যুবকদের সংগঠিত হওয়ার কথা বলে একাধিক বার্তা দেন। অরাজনৈতিক এই সংগঠন যেন স্বজনপ্রীতি থেকে দূরে থাকে সেই পরামর্শ দেওয়ার পাশাপাশি রাজনৈতিক সংকীর্ণতা, ধর্ম ও অর্থনৈতিক বৈষম্য যাতে কোনওভাবে সংগঠনকে গ্রাস করতে না পারে সেই বিষয়গুলি বিশেষ ভাবে উল্লেখ করেন । বারবার তিনি স্বামীজির আদর্শে এগিয়ে চলারও আহ্বান জানান। এদিন বক্তব্যের শুরুতেই তিনি সহজ সরল ভাষায় জানিয়ে দেন একাধিক বিশেষণে তাকে ভূষিত করার প্রয়োজন নেই। তার পরিচয় তিনি মেদিনীপুরের ভূমিপুত্র। তিনি মেদিনীপুরের লোক। ছাত্ররাজনীতি থেকে লড়াই ও সংগ্রামের মাধ্যমে একটা একটা সিঁড়ি পেরিয়ে তিনি যে উঠে এসেছেন একথাও তিনি মনে করিয়ে দেন সকলকে।
(সৌজন্যে :- এইচ.টি.)
No comments:
Post a Comment