নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ পূর্ব মেদিনীপুর জেলার ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে আগামী ১৬/১০/২০২০ তারিখে কোভিড ১৯ রেপিড প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য নন্দ দুলাল মাইতি,কাঁথি3 পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি বিকাশ চন্দ্র বেজ, ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন বাগ, স্বাস্থ্যের সঞ্চালক উমা অধিকারী ও সকল পঞ্চায়েত সদস্য সদস্যা প্রমুখ। তিনটি উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্স্ট ও সেকেন্ড এ এন এম ,ও তিনটি উপস্বাস্থ্য কেন্দ্রের সকল আশা কর্মীবৃন্দরাও এই সভায় যোগদান করেন।
(সৌজন্যে: এফ বি)
No comments:
Post a Comment