নিউজ ফোর সাইড ডেস্ক :: মন্দারমনি এলাকায় গৃহ বধুর ঝুলন্ত দেহ উদ্ধার।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার মান্দারমনি কোস্টাল থানার অন্তর্গত কালিন্দী অঞ্চলের সুপেরিয়া গ্রামে । সূত্রে পাওয়া খবর থেকে জানা গেছে ওই গৃহবধূর নাম মনি বিবি(২৩) স্বামীর নাম খোয়াজ উদ্দিন। ৫ বছর আগে বিবাহসূত্রে আবদ্ধ হয় মনি ওয়াজ উদ্দিন । তার একটি দুই বছরের পুত্র সন্তান রয়েছে। কর্মসূত্রে তার স্বামী বাইরে থাকেন। গতকাল সকালে পারিবারিক কারণে ঝামেলা হয় শ্বশুর শাশুড়ির সাথে বৌমার। তাই রেগে বৌমা চলে যায় তার বাপের বাড়ি। মনির মা বুঝিয়ে-সুজিয়ে আবার তার শ্বশুরবাড়িতে ছেড়ে যায় । কিন্তু সন্ধ্যায় মনির বাপের বাড়িতে খবর যায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে মনির সাথে মাঝে মাঝে ঝগড়াঝাঁটি লেগেই থাকত শ্বশুর-শাশুড়ির। মনির বাপের বাড়ির দাবি কোনভাবেই মনি আত্মহত্যা করেনি। তাকে চক্রান্ত করে খুন করে ফাঁসিতে ঝুলানো হয়েছে । এই ঘটনার খবর পেয়ে মান্দারমনি কোস্টাল থানার পুলিশ বাহিনী এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় । ময়নাতদন্তের রিপোর্ট এর জন্য আজ কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে প্রশাসন । ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে এই ঘটনার আসল রহস্য কি ।তবে বর্তমান এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ।
No comments:
Post a Comment