Breaking News

Translate

Monday, October 12, 2020

কাঁথি দিগন্ত পরিবারের " বোধন " অনুষ্ঠান ।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: কাঁথি দিগন্ত পরিবারের " বোধন " অনুষ্ঠান ।

গতকালপূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার দিগন্ত পরিবারের আয়োজনে পূজা প্রাক্কালে " বোধন " অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


এদিনের অনুষ্ঠানের সভাপতি ছিলেন দিগন্ত পরিবারের স্থায়ী সভাপতি কাঁথি পৌরসভার প্রাক্তন কাউন্সেলর শ্রদ্ধেয় সুপ্রকাশ মাইতি। এছাড়াও প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও ছড়াকার মাননীয়া ইভা মাইতি,  সম্মাননীয় অতিথিবৃন্দ  ও উপস্থিত সবাইকে মাঙ্গলিকভাবে বরণ করা হয় । মাতৃপক্ষে দূর্গা জ্ঞানে  দুস্থ মায়েদের নতুন পোষাক উপহার প্রদান এবং উপস্থিত সবাইকে মাস্ক স্যানিটাইজার প্রদান করা হয়। পরিবারের সদস্য সদস্যরা নৃত্য সংগীত আবৃত্তি পরিবেশন করেন | সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সম্পাদক বেলাল উদ্দিন।দিগন্ত পরিবারের সভাপতি শ্রদ্ধেয় সুপ্রকাশ মাইতি মহাশয়ের বাসভবনে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919