Breaking News

Translate

Saturday, October 10, 2020

এগরায় পথ দুর্ঘটনায় আহত ১

 

নিউজ ফোর সাইড ডেস্ক :: মোটরবাইক ও সুইফটডিজারের মুখোমুখি সংঘর্ষে আহত মোটরবাইক চালক।



ঘটনাটি ঘটেছে আজ  শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নঃ ব্লকের ভবানীচক এলাকায়। সূত্র মারফতে জানা গিয়েছে এদিন সকালে একটি সুইফটডিজার গাড়ি এগরা থেকে কাঁথি যাওয়ার সময় হঠাৎই ভবানীচকের কাছে কাঁথির দিক থেকে আসা এগরাগামী একটি দ্রুত গতির মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এই ঘটনার পর স্থানীয়রা আহত মোটরবাইক চালককে উদ্ধার করে এগরা হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দের দাবি কিছু কিছু বাইক চালক মাত্রা হিন ভাবে গাড়ি চালায়। এটা যেমন নিজের জন্য ক্ষতি তেমনি অন্যের জন্যেও। তাই এবিষয়ে সচেতন হলে এমন ধরনের ঘটনা লেগেই থাকবে।সেভ ড্রাইভ সেভ লাইভকে কেনো বুড়ো আঙ্গুল দেখিয়ে দৌরাত্ম্য বাড়াচ্ছে চালকরা?

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919