নিউজ ফোর সাইড ডেস্ক :: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যসবন্ত সিং।
তাঁর মৃত্যুর খবর জানার পর শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে। অটল বিহারী বাজপাইয়ের আমলে তিনি অর্থ,প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রী হিসেবে দক্ষতার সাথে কাজ সামলেছেন।ওনার প্রয়াণে রাজনাথ সিং,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে শোক প্রকাশ করেন।
সূত্রে জানা গেছে দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন প্রতিমন্ত্রী।আজ রবিবার সকালে তিনি তার শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।তিনি দলের জন্যে যথেষ্ট আত্মত্যাগ করেছেন।একজন অসামান্য দক্ষ মানুষ হিসেবে তাঁর ভাবনা রাজনীতিতে প্রকাশ পেয়েছে।
সব মিলিয়ে তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল।
No comments:
Post a Comment