নিউজ ফোর সাইড ডেস্ক :: অবশেষে সেপ্টেম্বরেই স্কুল খোলার সবুজ সংকেত দিল কেন্দ্র সরকার।বেশ কিছু শর্ত মেনেই আগামী ২১ শে সেপ্টেম্বর থেকে আংশিক স্কুল খুলছে।তবে কেবল মাত্র নবম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চলবে। পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই এমন সিধ্যান্ত নিয়েছে কেন্দ্র।
(প্রতীকী ছবি)
১- স্কুলে কমপক্ষে ৫০ শতাংশ শিক্ষক শিক্ষিকার অবশ্যই উপস্থিত থাকতে হবে।
২ - অভিভাবকদের অনুমতি ছাড়া পড়ুয়াদের ক্লাস করানো যাবে না।
৩ - ইতি মধ্যে যে সমস্ত স্কুল গুলি কয়ারেন্টাইন সেন্টার ছিল সেই সব স্কুল গুলি ভালো করে সানিটাইজ করে ক্লাস শুরু করতে হবে।
৪ - পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। প্রয়োজনে শ্রেণী কক্ষের বাইরেও ক্লাস করা যেতে পারে।
৫ - বর্তমান সময়ের পরিস্থিতিতে কোনোরকম খেলাধুলার অনুষ্ঠান করা যাবে না।
৬ - স্কুলে থার্মাল গান, হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক,সাবান,ফেস কভার ইত্যাদির ব্যাবস্থা রাখতে হবে।
কেন্দ্রের এই নির্দেশিকার কারণে কিছুটা হলেও বর্তমানে ঘরবন্দী পড়ুয়াদের মুখে খুশির আভাস দেখা যাবে মলে মনে করছেন শিক্ষক মহল।
(প্রতীকী ছবি)
১- স্কুলে কমপক্ষে ৫০ শতাংশ শিক্ষক শিক্ষিকার অবশ্যই উপস্থিত থাকতে হবে।
২ - অভিভাবকদের অনুমতি ছাড়া পড়ুয়াদের ক্লাস করানো যাবে না।
৩ - ইতি মধ্যে যে সমস্ত স্কুল গুলি কয়ারেন্টাইন সেন্টার ছিল সেই সব স্কুল গুলি ভালো করে সানিটাইজ করে ক্লাস শুরু করতে হবে।
৪ - পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে। প্রয়োজনে শ্রেণী কক্ষের বাইরেও ক্লাস করা যেতে পারে।
৫ - বর্তমান সময়ের পরিস্থিতিতে কোনোরকম খেলাধুলার অনুষ্ঠান করা যাবে না।
৬ - স্কুলে থার্মাল গান, হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক,সাবান,ফেস কভার ইত্যাদির ব্যাবস্থা রাখতে হবে।
কেন্দ্রের এই নির্দেশিকার কারণে কিছুটা হলেও বর্তমানে ঘরবন্দী পড়ুয়াদের মুখে খুশির আভাস দেখা যাবে মলে মনে করছেন শিক্ষক মহল।
No comments:
Post a Comment