নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির একটি করোনা হাসপাতালে নিম্নমানের খাবার দেওয়ার কারণে পথ অবরোধ করলো করোনা আক্রান্ত রোগীরা।
ঘটনাটি ঘটেছে আজ সকালে দীঘা নন্দকুমার জাতীয় সড়ক এন এইচ ১১৬ বি কাঁথি মেছেদা বাইপাসের কাছে সঞ্জিবন করোনা হাসপাতালের সামনে।কয়েক মাস আগে করোনা প্রকোপ পর পর বাড়ার কারণে কাঁথি পুরসভার মধ্যেই সঞ্জীবন নার্সিংহোম টিকে করোনা হাসপাতাল করা হয়।সেই সঙ্গে তার পরিকাঠামো পরিবর্তন করে করোনা চিকিৎসার উপযোগী করে তোলা হয়।
তবে বেশ কয়েক দিন ধরে এই হাসপাতালে নিম্ম মানের খাবার দেওয়া ও বাথরুম আব্যবহার যোগ্য বলে দাবি তুলে হাসপাতাল থেকে বেরিয়ে পথ অবরোধ করে হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীরা। খবর পেয়ে দ্রুত ছুটে আসে কাঁথি থানার পুলিশ বাহিনী।প্রশাসনের তরফ থেকে রোগীদের প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেয়া হলে তারা পথ অবরোধ তুলে নেয়।পুনরায় স্বাভাবিক যান চলাচল শুরু হয়।তবে হঠাৎ করে করোনা রোগীরা বাইরে চলে আসার কারণে স্থানীয় বাসিন্দারা যথেষ্ট উদ্বিগ্নতার মধ্যে পড়েছে।
No comments:
Post a Comment