নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি প্রভাতকুমার কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ড: কাঙ্গাল চন্দ্র দাশ আজ সন্ধ্যা ৮ টা বেজে ১০ মিনিট নাগাদ অমৃতলোকে যাত্রা করেন ।
পরিবার সূত্রে খবর গত মাসের ২০ তারিখে কাঁথির ফ্ল্যাটে হটাৎ উনার হার্ট অ্যাটাক হয়।সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্যে উনাকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।ওই দিন বিকেল ৩টা নাগাদ তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে ওনার করোনা পরীক্ষা করা হয়।তাঁর রিপোর্ট নেগেটিভ আসে।সেই সঙ্গে শরীরের রক্তক্ষরণের কারণে অস্ত্র প্রচারও করা হয়।পরে অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয়।তার পর থেকেই ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।
আজ ১লা সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি ৮:১০ মিনিটে তিনি পরলোক গমন করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। উনার দুই মেয়ে ও এক ছেলে। কয়েক বছর আগে ছেলে ও স্ত্রী মারা যান।বর্তমান বড়ো মেয়ে একজন শিক্ষিকা এবং ছোট মেয়ে নার্স। পরিবারের পক্ষ থেকে এও জানা গেছে কলকাতাতেই ওনার শেষকৃত্য সম্পন্ন করা হবে।
এতত অঞ্চলে এমন এক শিক্ষকের জীবনাবসানে শোকের ছায়া নেমে শিক্ষক মহলে।শোকাহত ওনার সানিধ্যে আসা বাহু ছাত্র ছাত্রী প্রফেসর ও অন্যান্যরা।
No comments:
Post a Comment