Breaking News

Translate

Wednesday, September 23, 2020

পুজোয় দুস্থদের হাতে বস্ত্র তুলে দিতে এগিয়ে এলো বি এম ফাইন আর্ট এন্ড কালচার।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: পুজোয়  দুস্থদের হাতে বস্ত্র তুলে দিতে এগিয়ে এলো বি এম ফাইন আর্ট এন্ড কালচার।



বাঙালিদের সবচেয়ে বড় পূজো হল দুর্গা পূজো । এই পূজো কে ঘিরে বড়লোক থেকে শুরু করে মধ্যবিত্তের কতই না অভিনব পরিকল্পনা থাকে।অন্যদিকে পরিকল্পনা থাকে না শুধু অসহায়দের । যাদের ঠিক করে দুবেলা দুমুঠো খাওয়ার জোটেনা আবার এমনও হয় কোনো কোনো দিন না খেয়েই কাটিয়ে দেয়, সেখানে পূজো বলে নতুন জামা কাপড় চাওয়াটা তাদের কাছে অন্যায়  আবদার ছাড়া আর কিছুই না । ইচ্ছে টা কে শত কষ্টের মাঝে গলা টিপে মেরে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না তাদের কাছে। বি এম ফাইন আর্ট এন্ড কালচার তাদের কথা ভেবে প্রতি বছরের মতো এ বছরও তাদের মুখে হাসি ফুটিয়ে তুলতে এবার  অভিনব উদ্যোগ নিয়ে " All India Talent Art contest " এর আয়োজন করেছে যেখানে অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান মানুষেরা যে যে বিষয়ে দক্ষ সে সেই বিষয়ে অংশগ্রহণ করতে সক্ষম হবে । তাদের অংশগ্রহণের জন্য যে অর্থ উপার্জন হয়েছে সেই অর্থ থেকে দুস্থদের হাতে পোশাক তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার বিষ্ণু মাইতি । শিল্পীদের সম্মান স্বরূপ মেমেন্টো ও সার্টিফিকেট প্রদান করা হবে ।

বি এম ফাইন আর্ট এন্ড কালচার এর পক্ষ থেকে বিষ্ণু মাইতি বলেন প্রতিযোগীরা ছাড়াও যে সমস্ত শুভাকাঙ্খীরা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ জানাই সেই সাথে বর্তমান করোনা পরিস্থিতিতে সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করি ।


No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919