Breaking News

Translate

Friday, September 11, 2020

চার ডাকাতের দলকে ধরলো কাঁথি থানার পুলিশ।

নিউজ ফোর সাইড ডেস্ক :: কুখ্যাত চার ডাকাতকে হাতে নাতে ধরলো কাঁথি থানার পুলিশ।
বৃহস্পতিবার রাতে কাঁথির দুর মুট এলাকার সেক আসিফ উদ্দিন,ছোট রসুলপুরে পুস্পেন্দু দলাই,গৌতম মাইতি ও নয়ন দলাইকে পাকরাও করেছে পুলিশ।এই অপরাধীদের আজ কাঁথি কোর্টে তোলা হয়।বিচারক তাদের জামিন নাকচ করে দেন।সেই সঙ্গে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

সূত্রে খবর গত ৫ ই সেপ্টেম্বর রাতে পিছাবনির এক দোকানদার দোকান বন্ধ করে যওয়ার সময় রেল ক্রসিং এর কাছে একদল ডাকাত হটাৎ করে  হানা দেয়।তার কাছে থাকা সোনার গয়না সহ লক্ষ্যাধিক টাকা ছিনিয়ে নেয়।ওই ব্যক্তির নাম নিগমানন্দ পন্ডা বাড়ি দক্ষিণ সিলামপুর।তিনি কাঁথি থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। এই সূত্রে পুলিশ তদন্তে নেমে এই ডাকাতদল দের গ্রেফতার করে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919