নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর জেলার মারিসদা থানার অন্তর্গত ৭নঃ কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের কাশমিলি, জুকিভেডি,কুসুমপুর অঞ্চলের লোকজন কাঁথি শহরে এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করেন। বেশ কয়েক বছর এই রাস্তার কোনো মেরামত হয়নি এমনকি মোরামিকরণও হয়নি।যদিও মাঝে মাঝে কিছু পরিমাণ রাবিশ ফেলে তাপ্পি দেওয়া হয়েছে এই রাস্তায়। কয়েকদিন আগে নিম্ন চাপের জেরে টানা বৃষ্টি । আর সেই কারণেই রাস্তার এই অবস্থা। বর্তমান লক ডাউনের কারণে বন্ধ রয়েছে স্কুল ,কলেজ ,রেল। তাই পড়ুয়ারা এবং স্টেশন যাত্রীরা তেমন এই রাস্তায় যাতায়াত করছে না তবুও সাধারণ মানুষের যাতায়াতের বাধা হয়ে দাড়িয়েছে রাস্তার বেহাল অবস্থা।
স্থানীয় বাসিন্দাদের দাবী এই রাস্তা পর পর যাতায়াতের অযোগ্য হয়ে পড়ছে । প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম উদ্যোগ না নিলে এখানকার কিছু অঞ্চলের লোকজন আগামীদিনে চরম দুর্ভোগের সম্মুখীন হবেন।
No comments:
Post a Comment