Breaking News

Translate

Sunday, August 23, 2020

কাঁথিতে তৃণমূল কংগ্রেসের I-PAC কর্মসূচি সভা।

নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সংহতি লজে তৃণমূল কংগ্রেসের আই পি এ সি এর সভা হয়।

এদিনের সভায় উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী,রামনগর বিধান সভার বিধায়ক অখিল গিরি,অর্ধেন্দু মাইতি,জেলা পরিষদের কর্মাধক্ষ আনন্দময় অধিকারী,জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হারিসাধন দাস অধিকারী প্রমুখ।এই সভার মূল উদ্দেশ্য ছিল প্রশান্ত কিশোরের নির্দেশে ইউথ ইন পলিটিক্স।অর্থাৎ যুব কর্মীদের উঠশাহিত করে দলে এনে দলের জোর বাড়ানো।

শিশির অধিকারী তাঁর বক্তব্যে বলেন বর্তমান দলের ক্ষমতা বাড়াতে যুকদের এগিয়ে আসতে হবে।তাই এই সভার মাধ্যমেই দলের সদস্য পদে নাম নথিভুক্ত করতে হবে।এদিনের সভায় প্রায় ২০০ জন যুবক সদস্য পদে নাম নথিভুক্ত করেন।এই সভার আয়োজক ছিলেন হারিসাধান দাস অধিকারী।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919