নিউজ ফোর সাইড ডেস্ক :: শনিবার সন্ধ্যায় পেটুয়া ঘাট মৎস বন্দরে আগুনে ভস্মীভূত হলো দুটি টলার।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দেসপ্রাণ ব্লকের পেটুয়া ঘাট বন্দরে।সন্ধ্যার সময় হঠাৎ স্থনীয়রা দেখতে পায় টলারে আগুন লেগেছে। ছুটে যায় পাশাপাশি লোক জনেরা।ততক্ষণে দুটি টলার প্রায় ভস্মীভূত হয়ে গেছে।বন্দরে থাকা বরফ কারখানা থেকে জল এনে আগুনকে নিয়ন্ত্রণে আনার বহু চেষ্টা করে স্থাণীয়রা। সেই সঙ্গে খবর পাঠানো হয় দমকল অফিসে।কিন্তু ততক্ষণে দুটি টলার একেবারে ভস্মীভূত হয়ে পাশের আরো একটি তে আংশিক আগুন লেগে যায়।তবে তা নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
এই ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।স্থানীয় বাসিন্দাদের অনুমান টলারে থাকা কোনো গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করেই এমন দুর্ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দেসপ্রাণ ব্লকের পেটুয়া ঘাট বন্দরে।সন্ধ্যার সময় হঠাৎ স্থনীয়রা দেখতে পায় টলারে আগুন লেগেছে। ছুটে যায় পাশাপাশি লোক জনেরা।ততক্ষণে দুটি টলার প্রায় ভস্মীভূত হয়ে গেছে।বন্দরে থাকা বরফ কারখানা থেকে জল এনে আগুনকে নিয়ন্ত্রণে আনার বহু চেষ্টা করে স্থাণীয়রা। সেই সঙ্গে খবর পাঠানো হয় দমকল অফিসে।কিন্তু ততক্ষণে দুটি টলার একেবারে ভস্মীভূত হয়ে পাশের আরো একটি তে আংশিক আগুন লেগে যায়।তবে তা নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
এই ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।স্থানীয় বাসিন্দাদের অনুমান টলারে থাকা কোনো গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করেই এমন দুর্ঘটনা ঘটেছে।
No comments:
Post a Comment