নিউজ ফোর সাইড ডেস্ক :: নিখোঁজ হাওয়া যুবকের দেহ মিলল পুলের নিচে।
গত ২০ শে আগস্ট কাঁথি পুরসভার ১৩ নঃ ওয়ার্ডএর হাতাবারি এলাকার বাসিন্দা কাপিলদেব পন্ডা ও তার ভাই জয়দেব পণ্ডা মদ্যপ অবস্থায় রাজাবাজার সংলগ্ন খালে স্ন্যান করতে যায়।ওই সময় বেসামাল হয়ে ডুবে যায় বড় ভাই কপিলদেব।কিন্তু ছোট ভাই এতটাই মদ্যপ অবস্থায় ছিল যে বাড়িতে এসে দাদার খবর বলতে পারেনি। তবে স্থানীয় এক বাসিন্দার বক্তব্য তিনি একজনকে খালের জলে ডুবতে উঠতে দেখে ছিলেন। খবর জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন সহ পুলিশ প্রশাসন ও তল্লাশি চালায় ওদিন রাতে ও পরের দিন সকালে। তাও দেখতে পাওয়া যায়নি তাকে।
আজ সোমবার ২৪ শে আগস্ট নায়াপুট স্টেট ব্যাংকের কাছে পুলের নিচে একটি যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা।তাদের অনুমান এই সেই নিখোঁজ হওয়া যুবক।পরে পুলিশে খবর দেওয়া হয়।
গত ২০ শে আগস্ট কাঁথি পুরসভার ১৩ নঃ ওয়ার্ডএর হাতাবারি এলাকার বাসিন্দা কাপিলদেব পন্ডা ও তার ভাই জয়দেব পণ্ডা মদ্যপ অবস্থায় রাজাবাজার সংলগ্ন খালে স্ন্যান করতে যায়।ওই সময় বেসামাল হয়ে ডুবে যায় বড় ভাই কপিলদেব।কিন্তু ছোট ভাই এতটাই মদ্যপ অবস্থায় ছিল যে বাড়িতে এসে দাদার খবর বলতে পারেনি। তবে স্থানীয় এক বাসিন্দার বক্তব্য তিনি একজনকে খালের জলে ডুবতে উঠতে দেখে ছিলেন। খবর জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন সহ পুলিশ প্রশাসন ও তল্লাশি চালায় ওদিন রাতে ও পরের দিন সকালে। তাও দেখতে পাওয়া যায়নি তাকে।
আজ সোমবার ২৪ শে আগস্ট নায়াপুট স্টেট ব্যাংকের কাছে পুলের নিচে একটি যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা।তাদের অনুমান এই সেই নিখোঁজ হওয়া যুবক।পরে পুলিশে খবর দেওয়া হয়।
No comments:
Post a Comment