Breaking News

Translate

Wednesday, August 19, 2020

BRAKING ! দীঘায় প্রবল জলোচ্ছ্বাস, গাড়য়াল টপকে জল ।




নিউজ ফোর সাইড ডেস্ক :: কৌশিকী অমাবস্যার কটালে দীঘায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয় সন্ধ্যা থেকেসন্ধ্যা নামার সাথে সাথে জোয়ারের জল যতই বাড়ছে জলোচ্ছ্বাসের মাত্রা ততই বাড়ছেসঙ্গে হাল্কা মাঝারি বৃষ্টির জন্যে আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে দীঘা সমুদ্র।এদিন সাধারণ মানুষের অল্প সল্প ভিড় দেখাযায় দীঘা সমুদ্র সৈকতে।

(ভিডিও - পবিত্র পন্ডা)
প্রশাসনিক ভাবে ঘাটে নামার পথ বন্ধ করে দেয়া হয়েছে।সঙ্গে রয়েছে সিভিকদের টহলদারি।তবে বাইরের পর্যটকদের ভিড় না থাকলেও স্থানীয় মানুষের ভিড় দেখা গেছে সমুদ্র সংলগ্ন এলাকায়।

 অন্যদিকে সামাজিক দূরত্ব এবং মুখে মাস্কের ব্যবহার অনেকটাই কম।বর্তমান লক ডাউন না থাকলে হোটেল মালিক,ছোট ব্যবসায়ী সহ হকার ব্যবায়ীরা যথেষ্ট লাভবান হত বলে মনে করছে ব্যবসায়ী মহল। করণার আবহে বাজার মন্দার জন্যে বেশি সমস্যায় পড়েছে সমুদ্র সৈকতের হকার ব্যবসায়ীরা।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919